আজকে আমরা আপনাদের জন্য সেরা কিছু ঈদ মোবারক পিকচার 2023 ও 2024 নিয়ে হাজির হয়েছি । এবং ঈদের দিন কি ধরনের ঈদ মোবারক স্ট্যাটাস দেওয়া যায় এবং কি কি লিখে স্ট্যাটাস দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।
ঈদ কি এবং ঈদের দিন কি হয়
ঈদ মূলত মুসলমানদের সবথেকে আনন্দের এবং সব থেকে বড় দুইটা উদযাপনের দিন। মুসলমান মানে হচ্ছে আল্লাহর কাছে নিজেকেস সমর্পণ করে দেওয়া। সব ধরনের কাজে আল্লাহর ভয় রেখে নিজেকে সংযত করে চলা। মুসলিমরা চাইলে যে কারো মত চলতে পারে না। চাইলেই নিজের খেয়াল খুশি মত যে কোন কাজ করতে পারেনা। মুসলমানের খুশি হচ্ছে নির্ধারিত। আল্লাহ যেদিন তাকে আনন্দ করার সুযোগ দেয় শুধুমাত্র সেদিনই সে আনন্দ করতে পারবে। এই ঈদ হচ্ছে সেই রকম একটা দিন। মুসলমানদের সাধারণত দুইটি ঈদ রয়েছে। ঈদ উল ফিতর এবং ঈদুল আযহা।
দুইটা ঈদের আগেই প্রত্যেকটা মুসলমানকে দুইটা বড় ধরনের পরীক্ষা দিতে হয়। ঈদ উল ফিতর হচ্ছে দীর্ঘদিন নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সংযত করার পর সেই সংযুতি থেকে মুক্তি পাওয়ার আনন্দে যেই খুশির দিন আসে সেদিন। এবং আরেকটা ঈদ হচ্ছে ঈদ উল আযহা যেদিন আল্লাহর জন্য নিজের সবথেকে প্রিয় জিনিস নিজের পছন্দ করা জিনিস কোরবানি বা ত্যাগ করার যে আনন্দ সেদিন। ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহা এর মধ্যে সাধারণত দুই মাস দশ দিনের পার্থক্য থাকে।
ঈদ মোবারক পিকচার 2023 এর কয়েকটা সেম্পল
২০২৩ এর সেরা কিছু ঈদ মোবারক পিকচার নিচে আপনাদের জন্য এই পোস্টের সংযুক্ত করা হলো। এই পিকচারগুলো ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে।
ঈদ মোবারক পিকচার 2024 এর কয়েকটা স্যাম্পল
কিভাবে ঈদ মোবারক লেখা পিকচার 2023 এর ছবি তৈরি করব
তো ছবি তৈরি করার জন্য আমরা নিচে যে ছবিটি দিয়েছি সেই ছবিটার উপরে আপনি আপনার নিজের তৈরি করা কোন লেখা পেস্ট করে দিতে পারেন এবং তা সেভ করে নিতে পারেন। কিভাবে আপনি চাইলে এই পিকচারটা আপনার মত করে তৈরি করতে পারেন।
কিভাবে ঈদ মোবারক লেখা পিকচার 2024 এর ছবি তৈরি করব
নিজে যেই ছবিটি দেওয়া আছে সেই ছবিটির উপরে কেন বা বা আপনার মোবাইলে যে কোন এডিটর দিয়ে টেক্সট বসিয়ে ছবিটি নিজের মত করে তৈরি করে নিতে পারেন।
ঈদ উল ফিতরের ঈদ মোবারক ছবি
ঈদ উল আযহার ঈদ মোবারক ছবি
ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা কবে
2024 এর ঈদ উল ফিতর এর সম্ভাব্য তারিখ হচ্ছে 10 এপ্রিল থেকে 11 এপ্রিল। এবং 2024 ঈদ-উল আযহা 2024 এর সম্ভাব্য তারিখ জুন এর 16 তারিখ থেকে জুন এর 17 তারিখ।
কি ধরনের ঈদ মোবারক স্ট্যাটাস দিব
ঈদের দিন ফেসবুক অথবা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় সাধারণত সবাই অন্যকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক লিখে স্ট্যাটাস দিয়ে থাকে। আপনি চাইলে ঈদ মোবারক স্ট্যাটাস ছাড়াও আরো কিছু লিখে স্ট্যাটাস দিতে পারেন। অনেকে আবার ঈদের দিন সবার কাছে আগে সালামি চায় এরপর ঈদ মোবারক স্ট্যাটাস দেয় এবং কারো কাছে সালামি পেলেও অনেকে খুশি হয়ে ঈদ মোবারক স্ট্যাটাসের মধ্যে তাকে মেনশন করে দেয়।
ছবিগুলা যেভাবে ডাউনলোড করবেন
উপরে দেওয়া পিকচার গুলো ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে ছবিগুলোর উপরে ট্যাপ করে ধরতে হবে যদি আপনি মোবাইলে থাকেন। আর যদি পিসিতে থাকেন তাহলে রাইট ক্লিক করতে হবে। এরপর ডাউনলোড দিস ইমেজে ক্লিক করতে হবে। এভাবে ছবিগুলো ডাউনলোড করতে পারবেন। এরপর পিকচারগুলো ডাউনলোড করে আপনার সোশ্যাল মিডিয়া একাউন্টে বা যাকে আপনি ঈদ মোবারক উইশ করতে চান তাকে পাঠাতে পারেন।
শেষ বক্তব্য
আজকের পোস্টটিতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাকে ঈদ মোবারক পিকচার 2023 এবং 2024 এর সেরা কিছু ছবির যোগান দিতে। যদি আপনার কাছে ছবিগুলো ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও কোন সকল বিষয়ে আমাদের পরিবর্তন করা দরকার সে বিষয়েও কমেন্ট করে জানাতে পারেন।